জীবনে রোদ্দুরে

৳ 334.00

লেখক সাবের চৌধুরী
প্রকাশক পুনরায় প্রকাশন
আইএসবিএন
(ISBN)
978-984-97475-3-6
ভাষা বাংলা
পৃষ্ঠার সংখ্যা ২২৪
সংস্কার ২য় সংস্করণ, ২০২৩
দেশ বাংলাদেশ

জীবনে রোদ্দুরে একটি স্মৃতিচারণ ও প্রাত্যহিক জীবনকে সূক্ষ্মভাবে অবলোকনের মাধুর্যপূর্ণ গল্প। লেখক পুরো বইটি সাজিয়েছেন তরঙ্গ, নির্ঝর, অববাহিকা, কোলাহল– এই মোট চারটি পর্বে ও পঞ্চান্নটি শিরোনামের অধীনে।
বর্ণনার সারল্যে সাবের চৌধুরী অসম্ভব সুন্দর যে নান্দনিকতাটি ফুটিয়ে তুলেন, এ তার গদ্যকে অনন্য এক মাধুর্যে বিশিষ্ট করেছে। সূক্ষ্ম বিশ্লেষণ-ক্ষমতা আর সংবেদনশীল একটি হৃদয়ের যৌথ উপস্থিতি তার ভাষাকে দিয়েছে সুষমা, বক্তব্যকে করেছে ঐশ্বর্যশীল। ধ্যানী শিকারীর মতো ছিপ ফেলে জীবনের গভীর হতে তিনি যে শব্দ ও দৃশ্য, চিন্তা ও অনুভব তুলে আনেন, তা পাঠককে বিহ্বল করে আনন্দে ও ভালো লাগায়। তার গদ্য পড়লে সহজেই টের পাওয়া যায়—এখানে একটি উচ্ছল প্রাণপ্রবাহ চোরা স্রোতের মতো বয়ে চলেছে হরফের অন্তরালে। লেখক যে জীবনকে যাপন করেন নিমগ্ন হয়ে সচেতনভাবে, এ বই তারই শিল্পিত প্রকাশ।

আমি সাবের চৌধুরী। সাত ভাই এক বোনের মাঝে পাঁচ নম্বর। নানা দিক থেকেই এটি অত্যন্ত সুবিধাজনক একটি অবস্থান। এই সুবিধাজনক অবস্থানে থেকেই ঢাকার একটি মাদরাসা থেকে দাওরায়ে হাদীস শেষ করে দু বছর ইফতা পড়েছি। বর্তমানে হবিগনজ শহরের একটু আগে নিভৃত এক গ্রামে ছোট একটি কওমি মাদরাসায় শিক্ষকতা করছি। ছাত্রদের পড়ানো ও তাদের সাথে গল্প করা আমার প্রিয় একটি কাজ। আমাদের বাড়িতে অনেকগুলো শিশু রয়েছে। এদের সাথে নিয়মিত মারদাঙ্গা করি, বই পড়ি, চুপচাপ বসে থাকি, হাঁটি আর বাজার সদাই করে নির্বিরোধ জীবন যাপন করি। লেখালেখি আমার পেশা নয়, নেশাও নয়; স্রেফ মনের আনন্দ। সুখ এবং দুঃখ দুটোকেই আমি শব্দে রূপান্তর করে অনুভব করতে ভালোবাসি। সেই শৈশবে জীবন ও পৃথিবীর দিকে তাকিয়ে যে অবাক হয়েছিলাম, বিস্ময়ের এই ঘোর থেকে কখনো বেরোতে পারিনি। কোনদিন পারব বলে মনে হয় না, সে ইচ্ছেও নেই। আমি মনে করি আমার লেখালেখির বেশিরভাগ অংশ মূলত এ বিস্ময়েরই নানারূপ প্রতিধ্বনি।


লেখক সম্পর্কে বিস্তারিত পড়ুন →
বই সম্পর্কে কোন জিজ্ঞাসা বা মতামত থাকলে আমাদেরকে জানান
শেয়ার করুন

লেখকের অন্য বইসমূহ