হামদ, নাত ও ইসলামী সংগীতের ব্যাপক প্রচলন করলে ইসলামের প্রচার প্রসার হয় এবং ইসলামের প্রতি মানুষের মন ঝুকে। আলোচ্য বইটিতে বিশেষ করে চরমোনাই মাহফিলে যে সমস্ত গজল পরিবেশন করা হত তা পুস্তক আকারে প্রকাশ করা হয়েছে। যেমন—-মাটির ও পিঞ্জিরা ভাঙ্গিয়া চুড়িয়া, একদিন তো যাইবা পাখি ছাড়িয়া ছাড়িয়া, পাইবো বলে গেলাম আমি চরমোনাই চলে, এই দুনিয়ায় স্বাদ নেই, স্বাদ হবে জান্নাতে, আমারই মনের মাঝে পেয়েছি যে বেদনা, ইত্যাদি ৩২ টি ইসলামিক গজল।