সকল প্রশংসাই মহান সৃষ্টিকর্তার সকল অপেক্ষার প্রহর শেষে ঐকতান সাহিত্য পুরস্কার ২০২১ এর বাছাই করা কবিদের নিয়ে রচিত যৌথ কাব্যসংকলন বায়ান্ন থেকে একাত্তর বইটি প্রকাশিত হয়েছে। কাব্য সংকলনে স্থান পেয়েছে নবীন প্রবীণ কবিদের লেখা ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের মনোমুগ্ধকর সব কবিতা।