ছবি জীবনের কথা বলে; ভালবাসা আর বেঁচে থাকার ছবি আঁকে। তুলির আঁচড়ে ক্যানভাসে ফুটে ওঠে জীবন। প্রকৃতির ভাঁজে ভাঁজে পড়ে থাকা খড়কুটো, ঝরে পড়া পাতারা, খবরের কাগজ শিল্পীর সযতন ছোঁয়ায় জীবন ফিরে পায়, জেগে ওঠে শৈল্পিক নিপুণতায়। নওরিন নিশির তুলির আঁচড়ে তাই অপরূপ হয়ে ওঠেছে জীবনের শৈল্পিক রূপায়ন। মুগ্ধতায় আঁখি পলকহীন তার সৃজনশীলতার নানা রূপ ব্যঞ্জনায়। তার আঁকা ছবিতে নানা উপাদানে সৃজিত জীবনের চিত্রকল্প তাই জীবনের কথা বলে। ছবি হয়ে ওঠে নান্দনিক জীবনের চিত্রকাব্য । তার বহুমুখী চিন্তায় প্রকৃতির রূপ রস গন্ধ সুধায় বিমূর্ত জীবন হেসেছে, ক্যানভাসের আঁচড়ে বাঙময় হয়েছে।
একইভাবে প্রকৃতির অফুরান সৌন্দর্যের হাতছানি নওরীন নিশির তোলা ছবিতে জীবন্ত হয়ে ফুটে উঠেছে। প্রকৃতি ও জীবন একাত্ম হয়ে মিশে আছে তার স্বপ্নীল ভাবনায়, সযতনে ক্যামেরা ও মোবাইলে তোলা ছবিগুলো অনন্য এক সংগ্রহ যা মানুষের ব্যস্ত জীবনে ক্ষণিকের তরে শৈল্পিক চিন্তার এক নতুন দ্বার উন্মোচন করে ।