ছোট ছোট খুুশিগুলো, আঁচলে জড়ায়ে রেখে দিও ভরে তারে,পরান ভরায়ে। রেখে দাও ভরে তারে, হৃদয়ের ঘরে, রেখে দাও প্রাণভরে, স্বরলিপি করে। জীবনের প্রতি ক্ষণ, দুঃখ দিয়ে গড়া, কাঁটার জ্বালায়, জীবন হলো আধমরা। নিরাশার দুর্দিনে, বিরহের দুঃখ ক্ষণে, সুখের ঐ স্মৃতি, যেন দিয়ে যায় নাড়া। খানিক বুজিয়া চোখ, ভুলে যেয়ো যত দুঃখ, সুদিনের সুখস্মৃতি, ভরিয়া থাকুক বুক। সুুখের ঐ ফুলমালা, জুড়াবে খানিক জ্বালা, স্মৃতির ঐ সুখডালা, মুছাবে মরম-দুঃখ!