বাংলাদেশে পুরুষ ক্রিকেটের ইতিহাস ও বিবর্তন নিয়ে অনেক বই এরই মধ্যে লেখা হয়েছে। কিন্তু সে তুলনায় অনেকটাই পিছিয়ে নারী ক্রিকেটের ইতিহাস তুলে আনার কাজ। এটি অনেকটা কষ্টসাধ্য বিষয়ও বটে। সেই কষ্টসাধ্য বিষয়কেই সহজ করে তোলা হয়েছে, ‘মেয়েরাও পারে’ বইতে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশের নারী ক্রিকেটের বিবর্তন, সাফল্যের ওপর প্রথম লেখা হলো ইতিহাসভিত্তিক এ বই।