কবি হোমার প্রণীত গ্রিস মহাকাব্য অডিসি। জগৎ জুড়ে সবাই জানে পড়ে। এহলো ট্রয় নগরী ধ্বংসের পরে ইথাকার রাজা অডিসিউস তার নিজের স্বদেশের ভূমিতে ফিরে আসার কাহিনী। অডিসিউসকে পোহাতে হয়েছে নানা ঝড়-ঝাপটা, সংগ্রাম করতে হয়েছে নানা প্রতিকূলতার সাথে, কোনো কোনো দেবতাও ছিলেন তার বিপক্ষে। নিজের সব সহযোদ্ধাদের হারিয়ে তাকে একা ফিরতে হয়েছে স্বদেশ ইথাকায়। এ এক বীরোচিত কিন্তু বেদনাভরা কাহিনী। হোমারের অডিসি। অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী কৃত কিশোর উপযোগী রূপান্তর।