“আর্টিস্টরা অন্য জগত নিইয়ে ডিল করে। রিয়েল ওয়ার্ল্ডও তাদের কাছে অন্য জগত।”
“মিথ হল জমাট রিয়েলিটি, ঘন রিয়েলিটি… ওটা থেকে রিয়েলিটি উৎপন্ন হয়… যদি কেউ অপারেশন করে ওটা থেকে টাইম বের করতে পারবে। মিথে টাইম ফ্রোজেন অবস্থায় থাকে, সময় থেমে থাকে… চলমান সময়কে বলে দেখো তুমি কে ! জনগোষ্ঠির মিলিত চিন্তা ওভারলেপ করলে মিথের জন্ম হয়। রিলিজিয়ন, পলিটিকস, সাইন্স, লিটারেচার সবি আসে মিথ থেকে…সবচেয়ে বড় সত্যি।”
—-রনি আহম্মেদ