আবহমান বাংলাসাহিত্য যে পথ ধরে ক্রমশ এগিয়ে চলছিল তার থেকে মুক্তিযুদ্ধের তীব্রজ বাংলাদেশের সাহিত্যকে স্মরণীয় রকমের পৃথক পথে নিয়ে চলেছে। তাই বাংলাদেশের প্রতিটি মানুষের পেছনে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের চেতনা। কারণ একারার যুদ্ধমান বাঙালির পারিপার্শ্বিকে সৃষ্টি হয়েছে নতুন বোধ। সেই সময় থেকে এ দেশের মানুধের মনে জেগে উঠেছে সুন্দরভাবে, বিপুলভাবে বেঁচে থাকার নিরন্তর বাসনা। আমাদের কথাসাহিত্যের মুক্তিযুদ্ধ বিষয়ক রচনাগুলোতে তো বটেই সাধারণভাবে সাহিত্যের সব ধরনের মাধ্যমেই লেখকদের চৈতন্যের গভীরে ক্রিয়াশীল। বর্তমান সংকলনে মূর্ত হয়েছে দেশের জনজীবনে মুক্তিযুদ্ধের অভিঘাত। যুদ্ধকালীন ছবি যেমন উঠে এসেছে তেমনি এসেছে মুক্তিযুদ্ধের পরিপ্রেক্ষিতে যুদ্ধোত্তর কালের হতাশা। মোটকথা বর্তমান সংকলনকে বলা চলে মুক্তিযুদ্ধের চেতনা সমৃদ্ধ একটি গল্পসংগ্রহ।