একটা চাপা কান্নার শব্দে আমার আযাব থেমে গেলো। মাটি ঠেলে দেখি── আমার কবরের পাশে দু’হাত তুলে কাঁদছেন আপনি।
মান্না সালওয়া চাই না আমি, চাই না শরাবান
তোমার ঠোঁটে আবে হায়াত, মেশক জাফরান!
চাই না আমি নূরের নারী, বেহেশতী── যমিন
আমার চোখের ব্যাপ্তি জুড়ে তুমিই হুরে ঈন!