বই বিষয়ক ত্রৈমাসিক ‘এবং বই’। এতে বই আলােচনা, প্রবন্ধ, সাক্ষাৎকার, বই পরিচিতি ও সাহিত্য সংবাদ প্রভৃতি বিভাগ রয়েছে। নিয়মিতভাবে থাকছে দেশ-বিদেশের হাজারাে বইয়ের ভেতর থেকে বাছাই করা কিছু বইয়ের আলােচনা। পাঠক-লেখক-প্রকাশকদের একান্ত সহযোগিতা আমাদের পথচলার পাথেয়।