কাব্য শত নেত্র বইটি সম্পাদক নয়ন ওঝা অতি যত্ন সহকারে সম্পাদনা করেছেন। বইটিতে ১০ জন কবির অংশগ্রহণ করেছেন। প্রচ্ছদ কবিতা দিয়েছেন বিজয় কৃষ্ণ ওঝা। বইটি পরম করুণাময় সৃষ্টিকর্তা নিকট ও অংশগ্রহণকারী সকল লেখকের পিতা মাতাকে উৎসর্গ করা হয়েছে। বইটির প্রতিটি কবিতা আপনাকে মোহিত করবে। পরিশেষে বইটির পাঠকপ্রিয়তা কামনা করছি।