আধুনিক বিশ্ব যুদ্ধ-মহামারি আগেও দেখেছে। কিন্তু কোনো যুদ্ধ-মহামারি করোনা মহামারির মতো এতটা বিস্তৃত হয়নি। মহামারির এই বিস্তার রোধে বিশ্বের দেশে দেশে লকডাউন দেওয়া হয়েছে। লকডাউনের প্রথম ধাক্কায় ২০২০-এর এপ্রিলে বিশ্বের সাড়ে তিন’শ কোটি মানুষ ঘরবন্দি হয়ে পড়ে। থেমে যায় বাস, ট্রাক, ট্রেন সহ সব ধরনের যানবাহনের চাকা। বন্ধ হয়ে যায় অ্যারোপ্লেনের ওঠানামা। বিভিন্ন দেশ একে একে বন্ধ করে দেয় নিজ নিজ দেশের সীমান্ত। এক কথায়, বিশ্ব অচল হয়ে পড়ে। যা দুনিয়ার ইতিহাসে নজির বিহীন ঘটনা, প্রথম ও দ্বিতীয় মহাযুদ্ধের সময়ও এটা হয়নি। এমনকি ইউরোপে যেখানে মূল যুদ্ধ হয়েছে সেখানেও জনজীবন স্বাভাবিক ছিল। স্কুল-কলেজসহ সব শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস হয়েছে। চলেছে কলকারখানা, যানবাহন। বরং কলকারখানায় অনেক বেশি কাজ হয়েছে যুদ্ধাস্ত্র নির্মাণের জন্য। অর্থাৎ জনগণের জীবনজীবিকা ধাক্কা খেয়েছে কিন্তু বন্ধ হয়নি। অথচ করোনা মহামারিতে কোটি কোটি মানুষ কর্মহীন, বেকার হয়ে পড়েছে। ক্ষুদ্র, মাঝারি এমনকি অনেক বড় ব্যবসায়ীরা পুঁজি হারিয়ে সর্বশান্ত হয়ে গেছে।