১৯৪২ সালের গুড ফ্রাইডে। ১২ বছর বয়সের রেণুর সাথে ২২ বছর বয়সের শেখ মুজিব এর বাসর। টুঙ্গিপাড়ার শেখ বাড়িতে উৎসবের আয়োজন। ঘটনাবহুল দিনটি নিয়ে রচিত এই উপন্যাসে রয়েছে শেখ মুজিবের বাসর-পূর্ব ভাবনায় রেণুর সাথে তাঁর সম্পর্ক চিরতরে বদলে যাওয়ার আসন্ন ঘাত-প্রতিঘাত এবং শেখ মুজিবের জন্ম, বেড়ে উঠা, ইংরেজ শাসক দর্শন, স্বদেশী আন্দোলনে যোগদান, রাজনীতিতে প্রবেশ, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই, জেলে গমন ইত্যাদি ঘটনা। শেখ মুজিবের জীবনের বিকাশে রেণুর দৃঢ়তা, সাহস, মনোবল, প্রভাব, প্রণয়, প্রেম এর মাধ্যমে ফুটে উঠে ভবিষ্যৎ জাতির পিতার সহধর্মিণী, সংগ্রামের সাথী, অনুপ্রেরণা এবং আজীবনের নারী রেণুর আবির্ভাব।