শিব প্রসাদ একজন শিশু সাহিত্যিক, সংগঠক ও সমাজকর্মী। শিশু মনস্তত্ত্ব নিয়ে ভাবেন।এ লেখাগুলো শিশু-কিশোরদের জন্য।তিনি চান শিশুরাও বৈশ্বিক ভাবনা ও মহৎ চিন্তায় এগিয়ে যাক।লেখাগুলো বিভিন্ন দৈণিক পত্রিকায় ছাপা হয়েছিল ইতোপূর্বে।বর্তমানে গ্রন্থিত হচ্ছে সিজি আকারে।