কবির আদি পুরুষ ১৭৭১ খ্রিস্টাব্দের কোনো এক সময় সৈয়দ বাহাউদ্দীন ইউনুছ, বর্তমান মৌলভীবাজারের রাজনগর উপজেলার অন্তর্গত কদমহাটা হতে চলে আসেন হবিগঞ্জ সদর উপজেলার প্রকাশিত উচাইল গ্রামের সঙ্কর পাশায়। তিনি মূলত প্রেম ও ভাবধারার গান-কবিতা রচনা করতে পছন্দ করে থাকেন। তাঁর এই বইয়ে ২৪টি পেম, ভাব ও দেহতত্ত্বের গান-কবিতাসহ ১টি আলোচনা স্থান পেয়েছে।