লেখকের কথা এটি একটি রোমান্টিক প্রেমের উপন্যাস। হাসি—কান্না, প্রেম—বিরহ নিয়ে রচিত উপন্যাসটি। গল্পের নায়ক নায়িকা হলো আর ডি এস ও রাণী। কোনো এক সময় দুজনেই স্বপ্ন দেখে ভালোবেসে ঘর বাঁধার। কিন্তু পরিবারের সদস্যদের চোখে স্বপ্ন থাকে অন্য কিছু। এভাবেই টানাপোড়েনে এগুতে থাকে গল্প। আশা করছি পাঠকের কাছে গল্পটি বেশ ভালো লাগবে।
সর্বশেষ বইটি মমতার সাথে প্রকাশ করছে বলে নব সাহিত্য প্রকাশনীকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।