যাযাবর মহাকালে বোহেমীয় স্রোত কোথাও স্বযত্নে, কোথাও দুর্দান্ত দৈব দহনে আবার কোথাওবা স্ববিরোধী প্রয়োজনে আপন করে নেয় বিরহের আস্ফালণ, বিচ্ছেদের অন্তর্জ্বালা। কালের চোরাবাঁকে হারিয়ে যায় রোদ্দুরে, ফেরে না সে স্পন্দন, মায়া, প্রাত শিশিরে আর ভেজে না মালতীমালা।