সমৃদ্ধ শব্দের গাঁথুনি, নির্জলা ছন্দের স্পন্দন, উপমার ঔদার্য আর প্রাণবন্ত পঙক্তিমালায় এই প্রাণোজ্জ্বল প্রোজ্জ্বলন পাঠক হৃদয়ে ছড়াবে নিঃসন্দেহে ভালোবাসার আকণ্ঠ উত্তাপ। রোমান্থিত হবে পাঠক হৃদয় উত্তাল রোদ্দুরের ঢেউ সাঁতরে আসা এ গ্রন্থের প্রতিটি কবিতায়।