আলহামদুলিল্লাহ, আল্লাহ্ তায়ালার অশেষ রহমতে এসে গেল বহু আকাক্সিক্ষত সম্মিলিত কাব্যগ্রন্থ ‘বিনীত প্রকৃতি’। সংকলনটির কাজ খুব সুন্দর ও সাফল্যের সাথে সংশ্লিষ্ট কবিদের সহযোগিতায় শেষ করতে পেরেছি, সেজন্য সবাইকে অন্তরের অন্তস্তল থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। কৃতজ্ঞতা প্রিয় কবি বন্ধুদেরকে যাদের অনুপ্রেরণা ও ভালোবাসায় বইটির কাজ সম্পন্ন করতে পেরেছি। সেই সাথে ‘বিনীত প্রকৃতি’ বইয়ের সম্মানিত কবিগণ ও উৎসুক পাঠককে ধন্যবাদ জানাই, তাঁরা অনেক ধৈর্যের সাথে বইটি প্রকাশের অপেক্ষা করছেন বলে।
বইটিতে প্রায় দেশের সকল জেলার লেখকদের অংশগ্রহণ আছে। এরপরেও ইচ্ছা থাকা সত্ত্বেও বিভিন্ন কারণে বইটিতে যাদের কবিতা সংকলিত করতে পারিনি বলে মনঃক্ষুণ হয়েছেন, তাদের নিকট আমি ক্ষমাপ্রার্থী হয়ে রইলাম এবং সেই সাথে আপনাদের কবিতা পরবর্তী বইটিতে প্রকাশের দৃঢ় আশ্বাস দিচ্ছি।
নিঃসন্দেহে বইটিতে নবীন-প্রবীণ উভয় কবির কবিতাকেই প্রাধান্য দেয়া হয়েছে এবং স্বল্প সময়ে যতটুকু সম্ভব যাচাই-বাছাই করা হয়েছে, এরপরেও ত্রুটি থাকা অসম্ভব নয়। তাই যে-কোনো ধরনের ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এমনটাই প্রত্যাশা। আপনাদের গঠনমূলক সুপরামর্শদানের অনুরোধ রইল। ইনশাআল্লাহ আমরা তা পরবর্তী সংস্করণে শুধরে নিব এবং আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ থাকব।
বিশেষ করে কৃতজ্ঞতা প্রকাশ করছি অক্ষরবৃত্ত প্রকাশনীর সম্মানিত প্রকাশক আনিস সুজন, এম.এ.আকবর চৌধুরী ও কাজী জোহেব-সহ বইটি প্রকাশে যারা যারা শ্রম ও সার্বিক সহযোগিতা করে পাশে থেকেছেন তাদের প্রতি। আশা করি, বইটি পাঠকমহলে ব্যাপক সাড়া জাগাতে সক্ষম হবে। সবাইকে শুভেচ্ছা অফুরান।
সম্পাদক
তানভীর হাসান বিপ্লব