বর্তমান যুগ কম্পিউটারের যুগ, ইন্টারনেটের যুগ। আকাশ সংস্কৃতির ভিরে আমাদের সাহিত্য চর্চা কমই হচ্ছে বলা যায়। আমার মনে হয় বই পরার পাঠকও কমে যাচ্ছে। মোবাইল, কম্পিউটার, ইন্টারনেট, টেলিভিশন ইত্যাদি নিয়েই আমরা ব্যস্ত সময় পার করছি। আগে এসব বিনোদন ছিল না বিধায় বইয়ের দিকে মানুষের বেশী ঝোঁক ছিল। তারপরও বই জ্ঞানের বিস্তার ঘটায়, বই মানুষকে আনন্দ দেয়। এখনও ভালো বই হলে কেউ কেউ এক নিঃশ্বাসে পড়ে ফেলে।আশা করি আমার এই ‘ বালুচরের কন্যা ‘ বইটি আপনাদের ভালো লাগবে। এটি একটি চরের গরিব ঘরের সুন্দরী কন্যার ব্যর্থ জীবনের কাহিনি। মানুষের জীবন সব সময় সার্থকতা বয়ে আনে না। কিছু কিছু জীবন আছে ভুল না করেও ব্যর্থতায় পর্যবসিত হয়। ঠিক ‘ বালুচরের কন্যা ‘ এমনই একটি উপন্যাস।