কবিতাসংগ্রহ

৳ 200.00

লেখক সাযযাদ কাদির
প্রকাশক সাহস পাবলিকেশন্স
আইএসবিএন
(ISBN)
9787026600965
ভাষা বাংলা
পৃষ্ঠার সংখ্যা ১৪৪
সংস্কার পরিবর্ধিত সাহস সংস্করণ : 2014
দেশ বাংলাদেশ

সমকালীন বাংলাদেশের কৃতবিদ্য সব্যসাচীদেরই একজন আমার বন্ধু সাযযাদ কাদির। আমার আনন্দ, আমি তার সহযাত্রী। ‘যথেচ্ছ ধ্র“পদ’-এর বৃন্তে স্বপ্রকাশিত হওয়ার মুহূর্ত থেকে আমি তার সৃষ্টিশীলতার আনুপূর্বিক সাক্ষী। কোনও কিছুতেই তাড়াহুড়ো নেই অকারণ; আছে শুধু প্রাকৃতিক অনিবার্যতার কাছে মুগ্ধ আত্মসমর্পণ। দীর্ঘ সৃষ্টিজীবনে সাযযাদ গদ্যেপদ্যে ফসল ফলিয়েছে বিচিত্রমুখী। পরিমাণও উল্লেখযোগ্য। সর্বাধিক সনাক্তযোগ্য মনে করি তার আবেগ ও ভাষার পরিশীলন। মননকে মননশাসিত করে ভাষাকে স্ব-মুদ্রায় বশীভূত রাখার এক কুশলী শিল্প তার পরিচর্যা-লব্ধ। স্বতঃস্ফূর্ত সৃষ্টির চেয়ে পরিমার্জিত বুননই তাকে বারংবার শ্রমসুখী করে রেখেছে। এক ধরনের স্বসৃষ্ট নেপথ্যচারিতা তার স্বভাবসিদ্ধ, যা তাকে তার প্রাপ্য বৈষয়িক অর্জন ও স্বীকৃতি থেকেও খানিকটা দূরে সরিয়ে রেখেছে। কবি-কথাসাহিত্যিক-সাংবাদিক-নাট্যকার-প্রাবন্ধিক-ভাষাবিদ এই বহুমাত্রিক স্রষ্টা সমকালে ও উত্তরকালে অবশ্যই ইতিবাচকভাবে মূল্যায়িত হবেন। যুগ যুগ জিয়ো, হে বন্ধু আমার।

Sazzad Qadir- জন্ম ১৯৪৭ সালের ১৪ই এপ্রিল, টাঙ্গাইলের মিরের বেতকা গ্রামের মাতুলালয়ে। তাঁর পিত্রালয় ওই একই জেলার দেলদুয়ারে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভাংলা ভাষা ও সাহিত্যে অনার্স ও এমএ পাস করেছেন যথাক্রমে ১৯৬৯ ও ১৯৭০ সালে। শিক্ষাজীবন শেষে অধ্যাপনা করেছেন করটিয়া’র সা’দত কলেজে, পরে সহকারী সম্পাদক ছিলেন সাপ্তাহিক বিচিত্রা ও দৈনিক সংবাদ-এর। বার্তা সম্পাদক ছিলেন দৈনিক দিনকালের। ১৯৭৮-৮০ সালে ছিলেন গণচীনের রেডিও পিকিং-এর ভাষা-বিশেষজ্ঞ। ১৯৯৫-২০০৪ সালে ছিলেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের পরিচালক। বর্তমানে দৈনিক মানবজমিন-এর যুগ্ম সম্পাদক। সাযযাদ কাদির নেশায় কবি, পেশায় সাংবাদিক। কবিতা ছাড়াও লিখেছেন ছোটগল্প, নাটক। পত্রপত্রিকায় নিয়মিত লেখালেখি করেন ইতিহাস থেকে কল্পবিজ্ঞান পর্যন্ত অনেক বিচিত্র ও কৌতূহলোদ্দীপক বিষয়ে। বিদেশের জনপ্রিয় উপন্যাস থেকে রসমধুর লোককাহিনী পর্যন্ত অনেক স্মরণীয় সাহিত্যসম্ভার তিনি উপহার দিয়েছেন পাঠক-পাঠিকাদের। তাঁর উল্লেখযোগ্য শিশুতোষ গ্রন্থের মধ্যে রয়েছে : আজব তবে গুজব নয়, ইউএফও: গ্রহান্তরের আগন্তুক, উপকথন, উপকথন আবারও, উপকথন আরও, উপকথন ফের, গল্পগাছা, তেপান্তর, বরিবল নামা, মনপবন, সবার সেরা, সাগরপার এবং রঙবাহার।


লেখক সম্পর্কে বিস্তারিত পড়ুন →
বই সম্পর্কে কোন জিজ্ঞাসা বা মতামত থাকলে আমাদেরকে জানান
শেয়ার করুন

লেখকের অন্য বইসমূহ

প্রকাশকের অন্য বইসমূহ