অনেক প্রতিক্ষার ফল এই বইটি আশা রাখি এই বইটি পাঠকের মনের খোরাক যোগাবে। আধুনিক বাংলা সাহিত্যে মুসলমান লেখকদের আবির্ভাব ঘটে ১৮৭০ সালের দিকে। মীর মশাররফ হোসেন (১৮৪৮-১৯১১)-এর ‘রত্নবতী’ (১৮৬৯) গ্রন্থ দিয়েই এই ধারার শুরু। এরপর বহু মুসলমান সাহিত্যব্রতী বাংলা সাহিত্য চর্চায় আত্মনিয়োগ করেন। প্রথম মহাযুদ্ধের সমাপ্তিকাল পর্যন্ত এই লেখকদের মধ্যে মূলত তিনটি ধারা দেখা যায় : সৃষ্টিধর্মী, তথ্যনিষ্ঠ ও ধর্মতত্ত¡ বিষয়ক। সৃষ্টিধর্মী লেখকদের রচনায় কখনো কখনো সমসাময়িক সমাজ সম্পর্কে সচেতনতা দেখা গেলেও ইসলামের ঐতিহ্য থেকে তাঁরা প্রধানত প্রেরণা লাভ করেছেন । পাশ্চাত্য জ্ঞান-বিজ্ঞানের সঙ্গে কিছুটা পরিচিত তথ্যনিষ্ঠ লেখকেরা ইসলামের ইতিহাস, ঐতিহ্য ইত্যাদি বিষয়ে অনেকটা উদারনৈতিক মনোভাব নিয়ে গ্রন্থ রচনা করেছেন। শেষোক্ত শ্রেণির লেখকেরা ইসলামের মাহাত্ম্য নিয়ে বিধর্মীর সঙ্গে তর্কে লিপ্ত হয়েছেন ,কিংবা স্বধর্মাবলম্বীদের উদ্দেশ্যে ধর্মীয় নির্দেশাবলি ব্যাখা করেছেন । আধুনিক জ্ঞান-বিজ্ঞানের সঙ্গে তাঁদের পরিচয় ছিল সীমাবদ্ধ।