আমাদের বাংলা সাহিত্যের পরিধি বিপুল বিস্তৃত। কত ভাগ, উপভাগ কিংবা শাখা-উপশাখায় বিভক্ত করা চলে একে তা এক মুহূর্তে বলা কঠিন। এক কথায়, তাকে তুলনা করা যায় মহাসমুদ্রের সঙ্গে। সাহিত্যের বড়ো নিদর্শন হলো সংগীতের টেক্সট। যাকে বলা যায়, গান কিংবা গীতি। আজও আমাদের প্রাচীন সাহিত্যের প্রাচীন নিদর্শনগুলি গান, গীতি কিংবা গীতিকার মধ্যে খুঁজে পাওয়া যাবে। তবে কি সংগীতসাহিত্য শেষ হয়ে গিয়েছে? না, নানাভাবে নানা বিবর্তনের মধ্য দিয়ে সংগীতসাহিত্য নানা ধারায় বিভক্ত হয়েছে। চর্যাপদ আমাদের যেমন প্রাচীন সাহিত্যের নিদর্শন তেমনি গানেরও। সমসাময়িক কালে চর্যা ছাড়া আর কোনো ধরনের গান কিংবা সংগীত ছিল কি না তা জানা যায় না।