আলেকজান্ঠার সেল মেয়ার ছিলেন, ইতিহাসের এক বীরযোদ্ধা, মলদোভার রাজা স্তেফান সেল মেয়ার এর বড় পুত্র। স্তেফান ১৪৫৭ থেকে ১৫০৪ পর্যন্ত মলদোভার ভয়োভোড (প্রিন্স) ছিলেন। শত্রুদের প্রতি স্তেফান ছিলেন চরমতম নিষ্ঠুর। যোদ্ধা হিসেবে স্তেফান এর সুনাম ছড়িয়ে পড়েছিলো চারিদিকে। ওয়ালচিয়ার পঞ্চম যুবরাজ কাউন্ট ড্রাকুলা (ভ্লাদ টেপেস) এর ঘনিষ্ঠ মিত্র ছিলেন স্তেফান সেল মেয়ার। তার বড় পুত্র আলেকজান্ঠার সেল মেয়ারও ছিলো তার মতই এক যোগ্য শাসক এবং বীরযোদ্ধা। অতএব তাদের অস্তিত্ব নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই।