যে প্রেম হৃদয়ে রেখেও তৃপ্তি মিটে না। প্রেম প্রকাশে অস্থির হয়ে যখন পড়ে আমার মস্তিষ্ক। তখন আর থেমে থাকতে পারি না। এই প্রেম শুধু জগতের নয়। এই প্রেম রবের, এই প্রেম নবী-রাসূলের, আশিকে মােস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরে। এই ক্ষুদ্র প্রেমময় ভালােবাসার বার্তা নিখিল জাহানে পৌঁছে দিতেই আমার ক্ষুদ্র ক্ষুদ্র লেখনি। যেখানে চেষ্টা করেছি কবিতার মাধ্যমে ভুলে যাওয়া রবকে স্মরণে রাখার।