শুভাগমন স্ট্যালিন

৳ 500.00

লেখক ড. মুস্তাফা মজিদ
প্রকাশক আগামী প্রকাশনী
আইএসবিএন
(ISBN)
9789840428212
ভাষা বাংলা
পৃষ্ঠার সংখ্যা ১৯২
সংস্কার 1st Published, 2022
দেশ বাংলাদেশ

মহামতি কার্ল মাকর্স ও ফ্রেডারিক এঙ্গেলস-এর বৈজ্ঞানিক সমাজতন্ত্রের দার্শনিকতার উপর ভিত্তি করে ১৯১৭ সালে। রাশিয়ায় কমরেড ব্লাদিমির ইলিচ লেনিনের নেতৃত্বে সশস্ত্র বিপ্লবের মধ্য দিয়ে বলশেভিকরা কমিউনিস্ট পার্টি) রাষ্ট্র ক্ষমতা দখল করে এবং সোভিয়েত ইউনিয়ন রাষ্ট্র গঠন করে । এর ফলে অনাদিকাল থেকে রাষ্ট্রে ও সমাজে যে বৈষম্যমূলক শোষণ-বঞ্চনা ও পশ্চৎপদতা বিরাজ করছিল তার অবসান ঘটে এবং সকল মানুষের সমান অধিকার নিশ্চিত ও সাম্য প্রতিষ্ঠা হয়।
মাত্র ছ’ বছরের মাথায় সোভিয়েত রাষ্ট্রের প্রতিষ্ঠাতা কমরেড লেনিনের মৃত্যু ঘটলে ১৯২৪] তাঁরই যোগ্য উত্তরসূরি কমরেড জোসেফ স্ট্যালিনের উপর ভার পড়ে পৃথিবীর বুকে প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্রটির বিনির্মাণের তার যোগ্য নেতৃত্বে এবং শক্ত হাতে অতি অল্প সময়ের মধ্যেই সোভিয়েত ইউনিয়ন বিশ্ব-মানচিত্রের বিশাল অংশে একটি বৃহৎ শক্তি রূপে আবির্ভূত হয়। ফলে দুনিয়া ব্যাপী মেহনতী মানুষের সমাজতান্ত্রিক আন্দোলন বেগবান হয়পূর্ব ইউরোপের অনেক রাষ্ট্র এবং এশিয়ার বৃহৎ চীন সহ । পৃথিবীর দেশে দেশে সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে। অন্যদিকে বৈষ্যম্যহীন এই সমাজতান্ত্রিক সোভিয়েত রাষ্ট্র ব্যবস্থা ধনতান্ত্রিক বিশ্ব তথা সাম্রাজ্যবাদ কখনোই মেনে নিতে পারেনি- আঁতুড়ঘরেই গলাটিপে হত্যা করতে চেয়েছিল। কিন্তু সেটা সম্ভব হয়নি দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীর সিপাহশালার অবিচল স্ট্যালিনের জন্য। কমরেড স্ট্যালিন দুনিয়াব্যাপী মার্কসবাদ-লেনিনবাদের লাল ঝা-াবাহী আলোকিত মহাপুরুষ। আর এ কারণেই সাম্রাজ্যবাদের ভয় স্ট্যালিনকে এবং সকল অসূয়া-বিদ্বেষ তাঁর প্রতি। মৃত্যুর [১৯৫৩] পরও স্ট্যালিন তাদের এক নম্বর শত্রু। মূলত এ কারণেই এরা তাকে প্রথম থেকেই দানব’ রূপে। প্রতিষ্ঠা করতে চাইছে এবং এখনো তারই ধারাবাহিকতা চলছে। এ জন্য সাম্রাজ্যবাদ ঘরের শত্রু বিভীষণদের ব্যবহার ও বাইরে থেকে নানা অপপ্রচার ও প্রপাগান্ডা চালিয়ে আসছে। আর তারই একটি অপচেষ্টা হলো সম্প্রতি ঢাকায় মঞ্চস্থ স্তালিন” নাটক । ফলে এই নাটক নিয়ে স্ট্যালিন বিরোধী ও স্ট্যালিনপন্থীদের মাঝে একটি বিতর্ক তৈরি হয়েছে- এ গ্রন্থটি এই বিতর্ককে কেন্দ্র করেই । আশা করা যায় পাঠক এতে অনেকটাই সমাজতান্ত্রিক বিশ্বের ভাঙ্গাগড়ার সত্য ইতিহাস উদঘাটন ও অনুধাবন করতে পারবেন ।

কবি ও গবেষক মুস্তাফা মজিদ এর রয়েছে ১০টি কাব্যগ্রন্থ। যথাক্রমে- ‘মেঘবতী সুবর্ণভূমি, “তােকে নিয়ে প্রেম প্রেম খেলা, কুসুমিত পঞ্চদশী’, ‘পুষ্পপত্রে নীলকণ্ঠ’, ‘জনযুদ্ধের কনভয়, ‘সাকিন সুবিদখালী’, ‘স্বাতীর কাছে চিঠি’, Diary of a Nepalese Guerrillas সম্পাদিত কবিতাসমগ্র ঃ মাও সেতুঙ এবং নিবেদিত কবিতা সংকলন ‘প্রাণিত রবীন্দ্রনাথ’ । এই কবি কবিতা লেখার পাশাপাশি বাংলাদেশে বসবাসরত। মঙ্গোলীয় ক্ষুদ্র নৃগােষ্ঠীর মানুষদের নিয়ে গবেষণার সঙ্গে সঙ্গে লােক প্রশাসন ও আমলাতন্ত্র নিয়েও গবেষণা করে আসছেন। বাংলাদেশের রাখাইন জাতিসত্তার আর্থ-সামাজিক ও প্রশাসনিক সমীক্ষা নিয়ে অভিসন্দর্ভ রচনার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচ ডি ডিগ্রী অর্জন করেন। যা বাংলাদেশের রাখাইন’ শিরােনামে বাংলা ভাষায় বাংলা। একাডেমী এবং The Rakhaines শিরােনামে ইংরেজি ভাষায়। ঢাকার মাওলা ব্রাদার্স থেকে গ্রন্থাকারে প্রকাশিত হয় । ড. মুস্তাফা মজিদের এ পর্যন্ত রচিত ও সম্পাদিত গ্রন্থ সংখ্যা। ৪০ উর্ধ্ব। তার উল্লেখযােগ্য গ্রন্থের মধ্যে ত্রিপুরা জাতি। পরিচয়’, ‘পটুয়াখালীর রাখাইন উপজাতি', আদিবাসী রাখাইন’, ‘মারমা জাতিসত্তা' বাংলাদেশে মঙ্গোলীয়। আদিবাসী’, ‘গারাে জাতিসত্তহজং জাতিসত্তা’, আদিবাসী সংস্কৃতি (১ম ও ২য় খণ্ড), রূপান্তরের দেশকাল’, ‘সমকালের আত্মকথন’, ‘লােক প্রশাসনের তাত্ত্বিক প্রসঙ্গ’, ‘বাংলাদেশের আমলাতন্ত্র', 'রাজনীতিতে সামরিক আমলাতন্ত্র’, ‘নেতৃত্বের স্বরূপ’, বাংলাদেশে বঙ্কিমচন্দ্র’, ‘মুক্ত ও মুগ্ধদৃষ্টির রবীন্দ্র বিতর্ক’ । আর ছােটদের জন্য রচিত ও সম্পাদিত গল্প গ্রন্থ। ‘দীপুর স্বপ্নের অরণি’, ‘জীবন থেকে’ ও ‘ছােটদের ৭টি মঞ্চ নাটক’ এবং জীবনী গ্রন্থ ‘রূপকথার নায়ক হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসন’ ও ‘বঙ্গবীর ওসমানী। মার্কসীয় মুক্ত চিন্তার যৌক্তিক দৃষ্টবাদে অবিচল মুস্তাফা মজিদ কৈশােরে উনসত্তরের গণ অভ্যুত্থান এবং একাত্তরে মুক্তিযুদ্ধে। অংশগ্রহণসহ কৈশাের থেকেই নানা সাংস্কৃতিক আন্দোলনে। জড়িত । বাংলা একাডেমীর জীবন সদস্য, জাতীয় কবিতা পরিষদ, ছায়ানট, ঢাকা থিয়েটার ও জাতীয় প্রেসক্লাবের সদস্য। এছাড়াও তিনি সত্তর ও আশির দশকে শিশু-কিশাের। সংগঠন গড়া ও নাট্য আন্দোলনে সম্পৃক্ত ছিলেন । পেশায় প্রথমে সাংবাদিকতা এবং পরে ১৯৮৪ থেকে কেন্দ্রীয় ব্যাংক তথা বাংলাদেশ ব্যাংকে কর্মরত আছেন। বর্তমানে মহাব্যবস্থাপক ড. মুস্তাফা মজিদ ১৯৫৫ সালের ১৪ই এপ্রিল পটুয়াখালী জেলার সুবিদখালীতে জন্মগ্রহণ করেন । ভ্রমণ করেছেন ইংল্যান্ড, ফ্রান্স, সুইডেন, জার্মানী, বেলজিয়াম ও নেদারল্যান্ড।


লেখক সম্পর্কে বিস্তারিত পড়ুন →
বই সম্পর্কে কোন জিজ্ঞাসা বা মতামত থাকলে আমাদেরকে জানান
শেয়ার করুন

লেখকের অন্য বইসমূহ

প্রকাশকের অন্য বইসমূহ