পনের বছর আগে ঘটে যাওয়া এক ট্র্যাজেডির পেছনের রহস্য উদঘাটনে নামা এক তরুণীর গল্প এটা। কিন্তু সে জানে না তার কৈশোরের স্মৃতির মধ্যেই লুকিয়ে আছে সকল রহস্যের চাবিকাঠি। ‘দুইটা সত্য আর একটা মিথ্যা’। ক্যাম্প নাইটিঙ্গেলের কেবিনে থাকতে এই খেলাটা সবসময়ে খেলত ভিভিয়ান, নাতালি, অ্যালিসন আর প্রথমবারের মতো ক্যাম্পিং করতে যাওয়া সবার ছোট এমা ডেঙিস। কিন্তু সবকিছু শেষ হয়ে গেল এক রাতে।