কাহিনী সংক্ষেপ-
ফ্লোরিডার বাতাসে শিস কাটছে বিপদের হুশিয়ারি। চিন্তার ভাজ পড়েছে মিসেস কিটি ম্যালোনের কপালে, এফবিআই পিঁপড়ের মতো ছেঁকে ধরেছে তাকে। এদিকে দেশের মাটিতে নিজের স্টাডিরুমে ছুরিকাঘাতে খুন হলেন বিখ্যাত একজন ফিজিওথেরাপিস্ট। স্পেশাল ইনভেস্টিগেশন ইউনিটের সিনিয়র অফিসার ফারাশ মাহদি বরাবরের মতোই নিজের যোগ্যতার প্রমাণ দিল, খুনি ধরা পড়ল মাত্র ছঘণ্টার মধ্যে। তবে আসল সমস্যার সূত্রপাত হলো একদিনের ব্যবধানে, যখন র্যাবের ক্রসফায়ারের শিকার হলো খুনি! দেশের দুটো সেরা সংস্থার মাঝে দ্বৈরথের আভাস পেলেন এসআইইউ চিফ সুফিয়ান আল মামুন। ঘটনার শিঁকড় ফারাশকে নিয়ে গেল জাদুর রাজধানী থেকে পাহাড়ের রাজ্য সীতাকুণ্ডে। ঘটনাচক্রে পরিচয় হলো এক প্রাইভেট ইনভেস্টিগেটরের সাথে, ত্রিশিরা কর্মকার। যে কিনা হন্যে হয়ে খুঁজছে একটি পনেরো বছরের এলএসডি আসক্ত কিশোরীর নিরপরাধের প্রমাণ। সম্পূর্ণ ভিন্ন দুটো কেস নিয়ে সামনে এগোলো ফারাশ-ত্রিশিরা। একদম গন্তব্যে পৌঁছে বুঝতে পারল কোন নরকে পা রেখেছে!
ক্রাইম থৃলার সিরিজ “কোলন” এর প্রথম উপন্যাস ‘সেমিকোলন’ আপনাকে দেখাবে স্বর্গের ভিতর লুকোনো এক মৃতালয়ের নির্মম কালো আবছায়া।
প্রিয় পাঠক, নরকে স্বাগতম!