যা দেখি তা দেখা নয়, যা শুনি তা শোনা নয়, যা ভাবি তা ভাবা নয়। দেখার ভেতরেও অদেখা থাকে, শোনার মাঝেও ভুল থাকে, ভাবনার মাঝে থাকে দেওয়াল। চাওয়া পাওয়ায় পূর্ণতা আসে না কখনোই। তবুও আমরা রোজ দেখা, শোনা আর ভাবনায় ব্যস্ত রাখি নিজেকে। ব্যস্ত রাখি নিজেদের চাওয়া পাওয়ার হিসাব মিলাতে। কেউ জিতে যায়, কেউবা যায় হেরে। আবার কেউ স্বেচ্ছায় হেরে গিয়ে জিতিয়ে দেই প্রিয়কে। ক্ষুদ্র এই জীবনে ঘটে যাওয়া বাহারি সব ঘটনা নিয়েই বইটি রচিত। এতে লেখা আছে গল্পের পেছনের গল্প।