ফ্রস্টের জন্ম ১৮৭৪ সালে সানফ্রানসিসকো’তে, আর এমেরিকান লিটারারি ক্রিটিক রিচার্ড পরিয়ার যখন ফ্রস্টের এই ইন্টারভিউটা নিতেছেন তখন ১৯৬০ সাল, ফ্রস্ট ততদিনে কাটাইয়া ফেলছেন ৮৪ বছরের একটা লম্বা জীবন। এর তিন বছর পরে ফ্রস্ট মারা যান বোস্টনে। ওনার এপিটাফে লেখা হয় ওনার কবিতার লাইন, “I had a lover’s quarrel with the world”. কবি হিসাবে ফ্রস্টকে সিম্পল কোনো ডেফিনেশনের আন্ডারে আনা সম্ভব না। ফ্রস্ট নিজে এই ধরনের এটেম্পট পছন্দ করতেন না। আর নিজেও এইগুলা নিয়া ভাবতেন না। অন্য এক ইন্টারভিউ’তে এই প্রসঙ্গে কইছিলেন যে, “আমি অতো সেলফ-কনশাস না”। যাই হোক, অনেকে অনেকরকম কথা তো বলছে, ফ্রস্টের কবিতার ডিরেকশানকে লোকেট করতে চাইছে, ওনার আগে-পরের লেগেসি বাইর করতে চাইছে। ফ্রস্ট নিজে সমালোচনা পড়তেন না। বাট কেউ যদি ওনার সমানে এইরকম কিছু বলতো, যদি ওনারে কোথাও লোকেট করার এটেম্পট নিতো, উনি কনফিডেন্টলি-ই ঐটারে নাকচ করতেন, এবং এই ধরনের একটা ভাইব দিতেন যে ওনারে ডিফাইন করার যেইকোনো এটেম্পট-ই আসলে ওনার একটা ভুল বা আংশিক ভিউ-ই অফার করতে পারে।