দুয়ারে দ্বিধার দেয়াল

৳ 550.00

লেখক মৌরি মরিয়ম
প্রকাশক অন্যপ্রকাশ
ভাষা বাংলা
পৃষ্ঠার সংখ্যা ২১৬
সংস্কার 1st Published, 2022
দেশ বাংলাদেশ

“দুয়ারের ওপাশে আছো তুমি
চোখ মেলে তাকালেই দেখি আমি
ওপাশে যাওয়া যায় না
ছুঁতে চেয়েও ছোঁয়া হয় না
দুয়ারেই আছে এক অদৃশ্য দেয়াল
এ দেয়াল ভাঙা যায় না রাখি যতই খেয়াল
এ দেয়াল দ্বিধার দেয়াল”
‘দুয়ারে দ্বিধার দেয়াল’ একটি অবিশ্বাস্য সত্য ঘটনার অবলম্বনে লেখা। লেখকের ভাষ্য, ‘আমি যখন ক্লাস টেনে পড়ি তখন আমার এক বান্ধবীর জীবনে এই উপন্যাসের কাছাকাছি একটা ঘটনা ঘটেছিল। ঘটনাটা এতটাই কাকতালীয় ছিল যে আমি বহুদিন এটা মাথা থেকে নামাতে পারছিলাম না।… এটা আমার খুবই পছন্দের একটি উপন্যাস।’
আশা করা যায়, লেখকের পছন্দের সাথে মিলে যাবে পাঠকের ভালোলাগাও।

বর্তমান বাঙালি লেখক সমাজে জনপ্রিয় এক নাম মৌরি মরিয়ম। ১৯৯১ সালের ২৫ মে বরিশালের গৌরনদী উপজেলায় মৌরি মরিয়ম জন্মগ্রহণ করেন। তার বাবা মরহুম আজিজুল হক এবং মা মনজু বেগম। তিনি বেড়ে উঠেছেন রাজধানী ঢাকার শহরঞ্চলে। ধানমন্ডি গার্লস স্কুল থেকে ২০০৯ সালে মাধ্যমিক এবং বদরুন্নেসা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন ২০১১ সালে। ২০১৫ সালে ঢাকার বেসরকারি বিশ্ববিদ্যালয়, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা বিভাগে তিনি স্নাতক সম্পন্ন করেন। শৈশবকাল থেকেই বই পড়ার অভ্যাস গড়ে ওঠে মৌরির। লেখাপড়ার পাশাপাশি নিয়মিত গল্পের বই পড়তেন তিনি। বইয়ের প্রতি ভালোবাসা থেকেই লেখালেখিতে মনোনিবেশ তার। তার লেখক প্রতিভা জাগ্রত হয় স্কুলের ম্যাগাজিনে গল্প-কবিতা লেখার মধ্য দিয়ে। সেই থেকেই লেখক সত্ত্বাকে জিইয়ে রেখেছেন মৌরি। ছাত্রজীবনে লেখক হওয়ার স্বপ্ন নিয়ে রচনা করেছেন ৪-৫টি উপন্যাস। তিনি আত্মপ্রকাশ করেন ২০১৮ সালে। মৌরি মরিয়ম এর উপন্যাস ‘প্রেমাতাল’ ২০১৮ সালের বইমেলায় প্রকাশিত হয়। ঠিক এর পরের বছর ২০১৯ সালের বইমেলায় তিনি উপহার দেন তার দ্বিতীয় উপন্যাস ‘অভিমানিনী’। ‘তোমায় হৃদমাঝারে রাখব’ তার প্রকাশিত তৃতীয় উপন্যাস। এরপর মৌরি মরিয়ম এর বই সমগ্র এর মধ্যে আরও আছে ‘সুখী বিবাহিত ব্যাচেলর’। খুব অল্প সময়ে মাত্র ৪টি উপন্যাস দিয়ে তিনি পাঠকের হৃদয়ে স্থান করে নিয়েছেন। মৌরি মরিয়ম এর বই সমূহ পাঠককূল আগ্রহভরে পড়ে। শত ব্যস্ততার মধ্যেও লেখালেখির জন্য সময় তিনি বের করেই নেন, কেননা বই লেখা মৌরি মরিয়মের নেশা। সারাজীবন তিনি লেখালেখির মধ্যেই থাকতে চান।


লেখক সম্পর্কে বিস্তারিত পড়ুন →
বই সম্পর্কে কোন জিজ্ঞাসা বা মতামত থাকলে আমাদেরকে জানান
শেয়ার করুন

লেখকের অন্য বইসমূহ