নানারকমের নির্মম পারিবারিক ও সামাজিক বাস্তবতা, স্বপ্ন ও দুঃস্বপ্নের বর্ণনায় সত্তর ও আশি দশকের মফস্বল শহরে একটি শিক্ষিত পরিবারের টিকে থাকার জন্য বিধ্বংসী লড়াই চালিয়ে যাওয়ার বর্ণনা এই উপন্যাসের মূল উপজীব্য। কিশোর তপুকে কেন্দ্র করে আর্বতিত হয়েছে উপন্যাসের ঘটনা প্রবাহ।