ছাত্রও ভালো ছিলাম, পড়াশোনায় খুব সুনাম
চেষ্টা অবিরাম, প্রচেষ্টার কমতি রাখিনি।
তবুও কিছুই হতে পারিনি।
সাথি যারা সহপাঠী, জীবন তাদের পরিপাটি
হয়ে তারা আলোক বাতি, আর খবর রাখেনি।
কারণ, আমি কিছুই হতে পারিনি।
কেউ ইঞ্জিনিয়ার, ডাক্তার, কেউ উকিল, ব্যারিস্টার
কেউ ব্যবসায়ী, মাস্টার, আমি বেকার ছাড়িনি।
কারণ, আমি কিছুই হতে পারিনি।