তুমি এসো কোনো এক কোজাগর রাতে আমার দখিন বাতায়ন রাখিবো খোলা, টিয়া রঙের জমিনে টুকটুকে লাল পার শাড়ি এলায়িত সারা পিঠ জুড়ে ঘন কালো কেশ ঝিরঝির বাতাসে ঈষৎ দোলায়মান।
পূর্ণ চাঁদ হাসে হাজার জ্বলজ্বল তারার মাঝে জোছনার ঢেউ উপচে পড়ে তোমার আনন জুড়ে, অমি চেয়ে থাকি অবাক বিস্ময়ে বিমোহিত চোখে চাঁদের কায়া তোমার চারিদিক ছুঁয়ে ছুঁয়ে তোমা হতে কিয়ৎ রূপ তুমি তাকে দিবে বলে।
ফাগুনের রাত কবে চলে গেছে গ্রীষ্ম বর্ষা পেরিয়ে শরতের এই মধু রাতে জ্বলজ্বল চাঁদ তোমায় দেখে ঈর্ষায় কাতর, লক্ষ কোটি চোখ চাঁদকে খোঁজে ভালোবেসে সেই চাঁদ তোমার সঙ্গ যাচে পরশ মাগে।
ভুরভুর জোছনা খেলে তোমার সারা অঙ্গ জুড়ে শিউলি বেলি জুঁই তোমা হতে সৌরভ নেয় চেয়ে কোয়েল দোয়েল ময়নার গানে তোমার কণ্ঠ বাজে, তোমা হতে দ্যুতি নিয়ে আকাশ নীল ছড়ায় মেঘ কন্যারা বৃষ্টির ঝর্না ঝরায়।
সুনসান নীরবতায় চেয়ে থাকি তোমা পানে চাঁদের রাজ্য পার হয়ে দিগšত্ম ছুঁয়ে ফিরে আসি তোমার কাছে, এই মোহমুগ্ধ স্বপ্নের খোঁজ বয়ে বেড়াবো আমি তুমিতো রবে আমার নিসর্গের মণি হয়ে।