স্বপ্ন দেখো, স্বপ্ন দেখাও…… জলছাপ কাব্যগ্রন্থে এক আশাবাদী মানুষের ভিন্ন ভিন্ন স্বাদের স্বাপ্নিক অনুভূতির ঐন্দ্রজালিক বুদবুদ এক সময় জীবনের মহীসোপানে ঢেউ হয়ে আছড়ে পড়ে। সেই ঢেউ মহাসাগরের অসীম থেকে হৃদয় নিংড়ে ভাসিয়ে আনে জাতির মহিরুহ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির অলুক স্মৃতি,একাত্তরের ভয়াবহ যুদ্ধ আর অম্লান একুশ।আবার কবিতার পঙক্তিতে ধরা পড়ে স্বপ্নচারী মন। মনের সঙ্গে মনের যে কথোপকথন তা কিন্তু মিথ্যে নয়। তাই কবি মন অচেনা কারোর ‘কেমন আছেন?’ প্রশ্নের উত্তরে ঠোঁট চেপে ঈষৎ মাথা নেড়ে প্রসারিত মুখে বলেন-ভালো আছি। জীবনের পরতে পরতে স্বপ্ন আকাশ ছুঁইছুঁই করে। কখনো অজানা ইশারায় থেমে যায়। কবিতার কলরব নিশুতি-নির্জনতা ভেঙ্গে ফিরিয়ে আনে জীবনের প্রকৃত স্বাদ। আপদ দূর করে অভীষ্টসিদ্ধি কামনায় এ যেন এক স্বস্ত্যয়ন।