‘সদাবাহার’-এর গল্পগুলো সবই সাধারণ মানুষকে নিয়ে লেখা। দধীচির হাড়ে তৈরি আশ্চর্য সব মানুষ, সব প্রতিকূলতার বিরুদ্ধে যাদের লড়াই লাগাতার, যে বাঁচে জীবনের ফাঁকফোকর নিয়েই, মার খেয়ে মার হজম করাই যার ভবিতব্য, অথচ তার মধ্যেও সে ভুলে যায় না প্রতিবাদের ভাষা। তাদের টুকরো টুকরো ছবি সারাক্ষণ উজ্জ্বল থাকবে ও উজ্জীবিত করবে, সেই আশাতেই এটির নাম সদাবাহার, যা আসলে খুব সাধারণ রংবাহারি একটি ফুল, মরশুমি নয়, আর ফোটে বারো মাস, কী গ্রীষ্ম, কী বর্ষা!
চূড়ান্ত নমস্কার পাঠককে, কারণ তাঁরাই রাখেন অথবা মারেন।