রিমঝিম বৃষ্টি— মনের মাঝে একটা অনুভূতি জন্ম দেয়। আকাশে মেঘ করে। কখনো তা ভেঙ্গে রিমঝিম বৃষ্টিধারার মত ঝরে, কখনো বা ঝরে না। গল্পটি কেন্দ্রীভূত হয়েছে তিনটি মূল চরিত্র নিয়ে। রিমি, ইরা এবং আশফাক। প্রেম ভালোবাসা এবং সম্পর্কের টানাপোড়েন নিয়ে গল্প। বান্ধবী ইরার আগমনে রিমির জীবনে নেমে আসে ঘোর অমানিশা। সেটা বুঝে ওঠার আগেই রিমির জীবনটা মুহূর্তে পাল্টে যায়। জীবনের বাস্তবতা ওর সম্মুখে খুব কঠিন হয়ে দাঁড়ায়। এক সময় ইরাই ছিল ওর কাছের বন্ধু। একসাথে ঘুরেছে, এবং আনন্দঘন সময়ের সঙ্গী হয়েছে। এরপর জীবনের বাঁক ঘুরেছে। আজ রিমি বিবাহিত। স্বপ্ন, আকাঙ্ক্ষা সব আশফাককে নিয়ে। হঠাৎ কোথা থেকে ঝড় এসে রিমির জীবনকে ঘেঁটে দেয়। আশফাককে নিয়ে যখন সুখের সংসার তখনি রিমি কঠিন সংকটের মুখোমুখি এসে দাঁড়ায়। বন্ধুত্বের যায়গা থেকে রিমি ও ইরা সমান্তরাল। আশফাকের কাছে একজন স্ত্রী এবং অপরজন —- একদিন হঠাৎ বান্ধবী রিমির আমন্ত্রণে ইরা আসে ওর বাসায়। এবং সেখানেই ওদের সব পুরনো স্মৃতি মনে পড়ে যায়। রিমির স্বামী আশফাকের সঙ্গে একসময়ের ঘনিষ্ঠতা মনে পড়ে ইরার। তবে সে সম্পর্ক এখন অনেক দূরের। তবুও জীবনের বাঁক ঘোরে। ভালোবাসার সম্পর্ক গুলো দূরে সরে যায়। জীবনের সঙ্গী হয় একাকীত্ব। আর এভাবেই একসময় কাছেও ফেরে রিমি আর আশফাক। তিন জনেরই জীবনের কঠিন বাস্তবতা ফুটে উঠেছে এখানে।