মিরাজ অফিসে যাচ্ছিল। বাইক নিয়ে মগবাজার মোড় পার হয়ে মালিবাগের দিকে ছুটতেই তার পেজার বেজে ওঠে বিপ বিপ করে। কাছাকাছি একটা ফোন-ফ্যাক্সের দোকানের সামনে থামে সে। পেজার বের করে দেখে ঊর্মিদের নম্বর। চিন্তায় পড়ে যায় সে। রাসুর কোনো সমস্যা হলো না তো আবার! রিং বাজতেই রাসুর মা ফোন রিসিভ করে। বিস্মিত মিরাজ সালাম দেয়। সালেহা চৌধুরী আকুল কণ্ঠে বলে, ‘মিরাজ, তুমি একটু বাসায় আসতে পার বাবা।’ ‘হ্যাঁ পারি, কখন আসব? এখনই?’ ‘তুমি এখন কোথায়?’ ‘আমি রাস্তায়, অফিসে যাচ্ছিলাম।’