বাঙালির কি সময় জ্ঞান নেই? বাঙালি কি সময় সচেতন নয়? শিক্ষিত – অশিক্ষিত সকল বাঙালির মনেই এই প্রশ্নটি ধাক্কা খায়। কেউবা এই সিদ্ধান্তেই পৌঁছে যান-বাঙালি সময় সচেতন নয়। ইংরেজদের সময়জ্ঞান খুব টনটনে, আমরা জানি। ঠিক সময়ে কেউ উপস্থিত হলে আমরা বলে ফেলি- একেবারে ইংলিশ টাইম। এদের শহরগুলোও সময়ানুবর্তী। সেখানে সবকিছুই চলে ঘড়ির কাঁটার নির্দেশে। এমন কি সারা পৃথিবীর সময় জিএমটি ওখান থেকেই নিয়ন্ত্রিত হয়।