একটি মেয়ে ভালবেসে ঘরছেড়ে যায়। সেখানে যাবার পর বুঝতে পারে সেটা তার সঠিক সিদ্ধান্ত ছিল না। দেশ ভাগের সময় অনেক বাঙালী নিজের দেশ ছেড়ে পাড়ি দেয় অন্যত্র। পরবর্তীতে তারাও বুঝতে পারে এটা তাদের সঠিক সিদ্ধান্ত ছিল না। সময়ের টানে একসময় মুখোমুখি দাঁড়ায় এই দুটি স্বত্ত¡া। তারা কোথায় যেন একটা মিল খুঁজে পায়। একজন অন্যজনের মধ্যে নিজের স্বত্ত¡া খুঁজে পায়। পাওয়া না পাওয়ার হিসেব যেন কিছুতেই মেলাতে পারে না। ‘প্রেম পরিণাম’ উপন্যাসে পাঠক অনেকগুলি গল্প খুঁজে পাবে। এর প্রত্যেকটি গল্পই যেন আমাদের জীবন ঘনিষ্ঠ, একেবারে নিজের কথা। গল্পের ধারাবহিকতা পাঠককে নিয়ে যাবে জীবনের গভীর থেকে গভীরে। ‘প্রেম পরিণাম’ উপন্যাসটির রহস্য পরিণাম জানতে হলে বইটি শেষ পর্যন্ত পড়তে হবে।