শবাগারপ্রতিম আমাদের নিম্নমধ্যবিত্ত যাপনকে নিষ্ঠুর গদ্যে বেঁধেছেন যিনি, তিনি মতি নন্দী । মানুষের ভেতরের অন্ধকার ছিনে তিনি বার করে আনেন অবমানুষটাকে, তৈরি করেন এক নতুন নাগরিক ভাষ্য । মহানাগরিক গলিঘুঁজি, যন্ত্রণা, ঘাম, দগদগে ঘা, প্রেম, প্রেমহীনতা, লাম্পট্য, নির্লজ্জতা , রাজনীতি যেমনভাবে তাঁর ছোটোগল্পে এসেছে, তেমনটা আর আসেনি কখনো ।