শুধু উপন্যারস নয়, ছোটোগল্পেও বুদ্ধদেব গুহ যে এক ব্যণতিক্রমী কথাশিল্পী, তা আরও একবার প্রমাণিত এই সংগ্রহের অর্থশত গল্পে। পাত-কুড়োনো, চড়ুইজীবন মধ্যবিত্ত বাঙালিকে তিনি দাঁড় করিয়ে দেন শিশমহলের আয়নায় সামনে, তার নিজের মুখোমুখি। অভিনব মানব অভিজ্ঞতা, কুশলী কাহিনিবিন্যােস, সপ্রতিভ অথচ বাস্তবানুগ সংলাগ এবং নাগরিক অথবা আরণ্যুক জীবনের স্পর্শ_প্রতিটি গল্পের স্বতন্ত্র অভিজ্ঞান। কোথাও চোরাশিকারি, কোথাও নবীন মুহুরি, কোথাও আবার সাকচুং সিং-এর মতো বিচিত্র চরিত্র ভিড় করে এ-সংগ্রহের পাতায়। ফলত সৃজিত হয় এক বৃহৎ ক্যা নভাস, জীবনের জ্যা মিতি যেখানে বদলে যায় অবিরাম। বুদ্ধদেব গুহর ছোটোগল্পের এক পরম সম্পদ তাঁর নির্মেদ ঋজু স্বাদুগদ্যখ, যা অনায়াসে ধারণ করে কাহিনির জটিল বাঁককে, পরিচিত করায় এতাবৎ অপরিচিত প্রকৃতি ও নারীকে, আলোড়িত করে একাত্ম পাঠকের সংবেদী মনকে। এই সিদ্ধি প্রকৃত অর্থেই হেমন্ত বেলায় গ্রন্থটিকে করে তুলেছে এক অননুকরণীয় গল্পসঞ্চয়ন।