অজ পাড়াগাঁয়ের ছেলে শংকর চায় লিভিংস্টোনের মতো আফ্রিকা অভিযানে বেরিয়ে পড়তে । অভাবনীয়ভাবেই উগান্ডা রেলওয়েতে কাজ জুটে যায় তার। তারপর জনহীন এক প্রান্তরে স্টেশনমাস্টারের চাকরি । পশুরাজ সিংহ অথবা আফ্রিকার ক্রূরতম সর্প ব্ল্যাক মাম্বারের সঙ্গে মোকাবেলা করতে করতে দিন কাটছিল শংকরের । কি হল তারপর ?