কবি! এইটা মানুষের একটা আইডেন্টিটি হইতে পারে বইলা মনে হয়। আবার ভাইবেন না যে রেশল কার্ডের মতো কিছু একটা তার থাকতে হবে। হ্যাঁ তবে তিনি নিশ্চয়ই কবিতা লিখবেন। কবিতা সাহিত্যের একটা পার্ট। তাই সাহিত্য আমার ধারণায় মনের গভীরতম অনুভূতির লিখিত প্রকাশ এবং সেই লিখিত শব্দসমষ্টি বা বাক্যমালা অন্তর-জগতে আনন্দ বা বেদনার মইধ্যে সফর ঘটাইতে পারে।