সুহৃদ স্বাগতর লেখা এ সময়ের কথা বলে। তবে তা আর অন্য দশজনের চাইতে আলাদা। তাঁর কবিতায় একটা সুররিয়েলিস্টিক আবহ দারুণভাবে বিদ্যমান। ২০২১ সালের বইমেলায় প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ “যে কোন মূল্যে বিখ্যাত হব” কবির নিজস্বতার ছাপ রেখেছে পাঠকমনে। এবার এলো প্রথম বইয়ের সিক্যুয়াল “যে যাই বলুক হোক বিখ্যাত হব”।