জীবনের গল্প রঙ বেরঙের হয়ে ধরা দেয় সবার জীবনে। সেই রঙ কখনো আলো ছড়ায় আবার কখনো কালো মেঘে ঢেকে দেয়। কে পারে তা উপেক্ষা করতে? অমোঘ নিয়মে তা প্রতিনিয়ত নতুন নতুন ভালোবাসা, সুখ-দুখের গল্প কথা রচনা করে। প্রতিটি জীবন ঘিরে আছে এমন অসংখ্য জীবন গাঁথা। এই কবিতা সংকলনে তেমনি কিছু গল্পকথা কবিতা আকারে উঠে এসেছে। যা-কিনা মনের আকুতি আর জয় পরাজয়ের গল্প হয়ে পাঠককে পৌঁছে দেবে এক একটি সম্পূর্ণ জীবন গাঁথায়।