স্কুলপর্যায়ের শিক্ষার্থীদের উপযোগী ভাষায় লেখা ছোটদের পদার্থবিজ্ঞান। কঠিন শব্দ নেই, স্কুলের বিজ্ঞান পাঠ্যপুস্তকের পদার্থ বিষয়ক পাঠ বুঝতে এই বইটি ক্ষুদে শিক্ষার্থীদের বিশেষ সহায়ক হবে। মুখস্ত করে নয়, পদার্থ বিষয়ক পাঠ সহজভাবে জেনে-বুঝেই তারা স্কুল পরীক্ষায় লিখে দিয়ে আসতে পারবে।
বইটিতে আলোচনা করা হয়েছে পদার্থের গঠন, চরিত্র, ধর্ম, পরমাণুর নিউক্লিয় বল পর্যন্ত অবস্থা, আইসোটোপ, তেজস্ক্রিয়তা, প্রতীক ও যোজ্যতা।