যেখানেই থাকো , ভালো থেকো বাবা ! কর্ম আর ভালোবাসার প্রবাহে জন্মান্তরবাদ সত্য হলে কোন জনমে হয়ত আবার দেখা হবে সে অবধি তুমি রবে মোর প্রার্থনায় ! আমি বিশ্বাস করি , এই নির্মম সমাজের কেউ না বুঝলেও শুভ কর্মের কখনোই মরণ হয়না ! তোমার অতৃপ্ত বাসনা পূরণ হোক আমার মাঝে যা তুমি হারিয়েছো শৈশবের সেই তিমির ঘন বাগানে।