আজ থেকে এগারো বছর আগে একজন তরুণ প্রতিভাবান গায়ক আচমকাই সস্ত্রীক খুন হয়ে যান। কিন্তু দীর্ঘদিন ধরে, সারা দেশ তন্ন তন্ন করে খুঁজেও, পুলিশের গোয়েন্দা বিভাগ সেই খুনির হদিস বের করতে ব্যর্থ হয়। একজন খুনি আদতে কোথায় লুকোতে পারে? অবশেষে কেস ক্লোজড ঘোষণা করা হয়। আশ্চর্যের বিষয়, সেই নিহত গায়কের পিতা, যিনি নিজেই একজন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার, নিস্পৃহ হয়ে থাকলেন এই এগারো বছর ধরে।
এগারো বছর বাদে ফেডারেল পুলিশের একজন মহিলা গোয়েন্দা অফিসার, নাম অ্যানাইন্ডা বার্গম্যান, সম্পূর্ণ নিজের উদ্যোগে নামলেন সেই খুনিকে বের করে চরম শাস্তি দিতে। অ্যানাইন্ডা কি পারবেন এগারো বছরের জমে থাকা গাঢ় অন্ধকার ঠেলে আসল রহস্য উদ্ধার করতে? নাকি ক্রমশ জড়িয়ে যেতে থাকবেন এক অশ্রæতপূর্ব অ্যাকশন-ক্রাইম-মার্ডার-মিস্ট্রিতে?